January 8, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, May 18th, 2024, 1:18 pm

সাতক্ষীরায় ধান কেটে ফেরার পথে ট্রাক উল্টে ২ শ্রমিক নিহত

সাতক্ষীরার তালায় ধান কেটে ফেরার পথে ট্রাক উল্টে ২ জন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১১ জন শ্রমিক।

শনিবার (১৮ মে) সকাল ৬টার দিকে উপজেলার হরিশ্চন্দ্রপুরের কাটি সরদারবাড়ি বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- খুলনাত কয়রা উপজেলার বগা গ্রামের তালেব গাজীর ছেলে সাইদুল গাজী (৩৮) ও মাদারবাড়িয়া গ্রামের তোফাজ্জেল সরদারের ছেলে মনিরুল ইসলাম (৩০)। পুলিশ ঘটনাস্থান থেকে তাদের লাশ উদ্ধার করেছে।

আহত শ্রমিক জাহিদুল ইসলাম জানান, কয়রা থেকে ১৩ জন শ্রমিক গোপালগঞ্জে ধান কাটতে গিয়েছিলেন। মজুরি হিসেবে তারা ২০ থেকে ২৫ মণ ধান পান। সেই ধান ট্রাকে নিয়ে বাড়ি ফেরার পথে শনিবার সকালে সড়ক দুর্ঘটনায় সাইদুল ও মনি নিহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কের দুই পাশে সম্প্রসারণের কাজ চলায় সেখানে মাটি খুঁড়ে রাখার কারণে দুর্ঘটনাটি ঘটেছে। ওই এলাকায় প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনা ঘটছে বলে জানান তারা।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিরুল ইসলাম বলেন, ‘সড়ক দুর্ঘটনায় নিহত ২ জনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে এবং ট্রাকটি আটক করা হয়েছে।’

—-ইউএনবি