সাতক্ষীরার কালিগঞ্জ থেকে ১৮টি ককটেল উদ্ধার করেছে র্যাব। ককটেলগুলো নিস্ক্রিয় করা হয়েছে।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে সাতক্ষীরা শহরের বাইপাস সড়ক সংলগ্ন ফাঁকা মাঠে ককটেলগুলো নিস্ক্রিয় করে র্যাবের বোম ডিসপোজাল টিম।
এর আগে সোমবার (২৫ ডিসেম্বর) রাতে র্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর (শেখপাড়া) গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় ককটেলগুলো উদ্ধার করে।
র্যাব-৬ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফিরোজ কবির এক প্রেস ব্রিফিংয়ে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কালিকাপুর (শেখপাড়া) গ্রামের পাকা রাস্তার পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি প্লাস্টিকের ব্যাগে থাকা ককটেলগুলো উদ্ধার করা হয়। মঙ্গলবার ককটেলগুলো নিষ্ক্রিয় করা হয়েছে। উদ্ধারকৃত ককটেলগুলো নাশকতার কাজে ব্যবহার করা হতো বলে ধারণা করা হচ্ছে।
তিনি বলেন, কিভাবে বা কারা এগুলো সেখানে এনেছে তা তদন্তে বেরিয়ে আসবে।
—–ইউএনবি
আরও পড়ুন
ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণ বেড়ে ২৭,১৮৯ কোটি টাকা
অপহরণ করে মুক্তিপণ দাবি, ছাত্রলীগের ৪ নেতা-কর্মী আটক
মুরাদনগরের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য দিল র্যাব