January 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, December 13th, 2022, 9:18 pm

সাতক্ষীরায় ট্রাকচাপায় নিহত ২

সাতক্ষীরায় ট্রাকচাপায় দুইজন প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার বেলা আড়াইটায় পৌর শহর থেকে ৫ কিলোমিটার দূরে বাইপাস সড়কের দেবনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. ফয়সাল (২৬) ও মো. সজীব(১৫) সাতক্ষীরা সদর উপজেলার লাবসা নলকূড়া ও মথুরাপুর গ্রামের বাসিন্দা। নিহত ফয়সাল এক সন্তানের বাবা।

নিহত ফয়সালের স্বজন সবুর হোসেন জানান, ‘ইটভাটার শ্রমিক ফয়সাল দুপুরে কাজ শেষে ভ্যান চালিয়ে বাড়ি ফিরছিলো। এসময় লাবসার দিক থেকে বিনেরপোতা অভিমুখে আসা দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘটনাস্থলেই ফয়সাল মারা যায়। এসময় ট্রাকটি আরও একজন সাইকেল আরোহীকে ধাক্কা দিয়ে আহত করে। গুরুতর আহত অবস্থায় সজীব নামের সাইকেল আরোহীকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ মো.ফখরুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘ট্রাকের ড্রাইভার কৌশলে পালিয়ে গেছে। ট্রাকটি পুলিশের হেফাজতে নেয়া হবে। ময়নাতদন্ত করার জন্য লাশ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

—-ইউএনবি