December 28, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, July 12th, 2021, 8:44 pm

সাতক্ষীরায় বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

ফাইল ছবি

জেলা প্রতিনিধি :

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসন্তপুর সীমান্তের বিপরীতে ভারতের হিঙ্গলগঞ্জে দেশটির সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবদুর রাজ্জাক (১৯) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। গত রোববার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। আবদুর রাজ্জাক কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের কামদেবপুর গ্রামের রমজান গাজীর ছেলে। ভাড়াশিমলা ইউনিয়ন পরিষদের সদস্য আবদুল খালেক খান জানান, রাত ২ থেকে আড়াইটার মধ্যে তারা সীমান্তে তিনটি গুলির শব্দ, এর কিছুক্ষণ পর আরেকটি গুলির শব্দ শুনেছেন। স্থানীয়ভাবে তিনি জেনেছেন, সীমান্তের ইছামতি নদী সংলগ্ন হিঙ্গলগঞ্জ বিএসএফ ক্যাম্পের উত্তর পাশ থেকে গুলিতে নিহত আবদুর রাজ্জাকের লাশ ভারতের সীমান্ত রক্ষী বাহিনী নিয়ে গেছে। তবে আবদুর রাজ্জাকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার চাচা হাবিবুর রহমান সবুজ। তিনি জানান, আবদুর রাজ্জাকের লাশ ফেরত আনার জন্য তারা বিজিবির কাছে আবেদন করেছেন। সীমান্ত সূত্র জানায়, আবদুর রাজ্জাক দীর্ঘদিন নদীপথে ভারত থেকে গরুসহ অবৈধ মালামাল আনা নেওয়ার কাজ করতেন। বিজিবির বসন্তপুর বিওপির হাবিলদার খলিলুর রহমান জানান, আবদুর রাজ্জাকের মৃত্যুর বিষয়টি উল্লেখ করে পরিবারের পক্ষ থেকে বিজিবিকে জানানো হয়েছে। তাদের পত্র আমলে নিয়ে বিএসএফকে চিঠি দেওয়া হবে।