জেলা প্রিতিনিধি:
সাতক্ষীরার দেবহাটায় আশিকুর রহমান জুয়েল (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার সন্ধ্যার পর এ ঘটনা ঘটে। রাত ১১টার দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত আশিকুর রহমান জুয়েল (৩৫) দেবহাটা সদর ইউনিয়নের মৃত. আনিছুর রহমানের ছেলে।
নিহতের মা চায়না খাতুন জানান, জুয়েল সন্ধ্যার পর বাড়ির সামনে পুকুর পাড়ে সিঁড়িতে বসেছিল। নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরও সে বাড়িতে না ফেরায় তার মোবাইলে কল করলে সেটি বন্ধ পাওয়া যায়। পরে তার ভাইসহ অন্যরা বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুজি শুরু করেন। এক পর্যায়ে বাড়ির পার্শ্ববর্তী আরেকটি পুকুরে ভাসমান অবস্থায় জুয়েলের মরদেহ পাওয়া যায়।
এ ব্যাপারে দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, জুয়েলের মাথাসহ বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। কে বা কারা তাকে কুপিয়ে হত্যা করেছে সে ব্যাপারে তদন্ত চলছে। নিহতের পরিবার হত্যাকাণ্ডের কোনো কারণ জানাতে পারেনি।
আরও পড়ুন
জেলেদের চাল আত্মসাত: অভিযোগের তীর ইউপি প্রশাসক ও দুই বিএনপি নেতার বিরুদ্ধে
ড. ইউনূসকে ৫ বছর প্রধানমন্ত্রী পাওয়ার আকাঙ্ক্ষা আজীবন থাকবে
শ্রীমঙ্গল-কমলগঞ্জের সাংবাদিকদের সম্মানে হাজী সেলিম ফাউন্ডেশন এর ইফতার মাহফিল ও মতবিনিময়