December 28, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, July 7th, 2021, 8:04 pm

সাত কেজি ওজন কমালেন মিম

অনলাইন ডেস্ক :

মডেল অভিনেত্রী বিদ্যা সিনহা মিম ফিটনেসের নতুন ছবি ফেসবুকে প্রকাশ করেছেন। চার মাসে সাত কেজি ওজন কমিয়েছেন তিনি। ফিটনেসের রহস্য খোলসা করেছেন। মিম জানান, এখন বেশিরভাগ সময়ই বাসাতেই। কারণ করোনার মধ্যে কোথাও ত যাওয়ার নেই। ছবির কাজ বন্ধ থাকায় প্রচুর অবসর পাচ্ছেন। টিভি দেখা, বই পড়া এবং পারিবারিক কাজে সময় দিচ্ছেন। পরিবারের সঙ্গে সময় ব্যয় করছেন। অভিনেত্রী বলেন, আমি তো সবসময় জিমে যাই। এখন আগের চেয়ে একটু বেশিই সময় দিচ্ছি জিমে। কেননা এখন অবসর সময় বেশি। এর ভালো ফলও পাচ্ছি। গত চার মাসে সাত কেজি ওজন কমিয়েছি। আরও কিছু ওজন কমানোর ইচ্ছে আছে। শারীরিকভাবে ফিট থাকলে শরীরের পাশাপাশি মনও ভালো থাকে। তবে আউটডোর শুটিংয়ে গেলে জিম করার কাজটি বিঘিœত হয়। বিদ্যা সিনহা মিম, করোনা মহামারির কারণে দীর্ঘদিন অভিনয় থেকে দূরে রয়েছেন। মাঝে মধ্যে ক্যামেরার সামনে এসেছেন বটে, তবে সেটি বিশেষ অনুরোধের নাটক নিয়ে। কিছু দিন আগে নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন এ নায়িকা। পাশাপাশি কাজ শুরু করেছেন বিজ্ঞাপনের।