September 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, September 9th, 2025, 1:31 pm

সাদিক-ফরহাদের ব্যালটে ‘অটো ভোটের’ অভিযোগ, সিসিটিভি দেখছে নির্বাচন কমিশন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটার ব্যালটে প্রার্থীর নামের পাশে ক্রস দেওয়া ছিলো বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক প্রার্থী রূপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যা।

তিনি অভিযোগ করেন, সেখানে ছাত্রশিবিরের ভিপি প্রার্থী সাদিক কায়েম এবং জিএস প্রার্থী এস এম ফরহাদের নামে ভোট দেওয়া ছিলো।

শ্রেষ্ঠা জানান, টিএসসির কেন্দ্রে আমার এক বন্ধু ভোট দিতে আসে। সে ১ নম্বর টেবিল থেকে ব্যালট পেপার নেয়। ব্যালট নেওয়ার পর তিনি বুথে যান। সেখানে সে দেখে যে ব্যালটে সাদিক কায়েম এবং এস এম ফরহাদের জায়গায় ক্রস দেওয়া। এরপর সে সংশ্লিষ্টদের জিজ্ঞাসা করলে উল্টো তাকেই জিজ্ঞাসাবাদ করা হয়।’

নিরাপত্তাজনিত কারণে ওই শিক্ষার্থী নাম প্রকাশ করতে অনিচ্ছুক বলেও জানিয়েছেন শ্রেষ্ঠা।

অভিযোগের বিষয়ে টিএসসি কেন্দ্রের রিটার্নিং অফিসার অধ্যাপক নাসরিন সুলতানা বলেন, পোলিং অফিসাররা জানিয়েছে, মেয়েটি বুথের ভেতরে প্রবেশ করেছিলো। পরে সেখানে ১ মিনিটের মতো ভেতরে থেকে পরে বের হয়ে এসে অভিযোগ করেন যে তার ব্যালটে দুটি প্রার্থীর নামের পাশে ভোট দেওয়া ছিলো। যেহেতু সে ভেতরে গিয়েছে তাই আমরা সিসিটিভি দেখতেছি। আমরা অন্যান্য ব্যালটগুলোও দেখেছি। কোনোটায় এমন নেই। তারপরও আমরা খতিয়ে দেখতেছি৷

 

এনএনবাংলা/