February 23, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, February 23rd, 2025, 2:48 am

সাদী আমার জীবনে জাদুর মতন: পরীমনি

 

চিত্রনায়িকা পরীমনি তরুণ গায়ক শেখ সাদীকে নিয়ে নতুন করে আলোচনায়। দুজনের পরিচয় কয়েক বছরের হলেও সম্প্রতি আদালত চত্বরে পরীমনির সঙ্গে দেখা যায় শেখ সাদীকে। এর আগে প্রকাশ্যে তাঁদের দেখা যায়নি। শেখ সাদী এদিন পরীমনির জামিনদার হন। এর পর থেকে পরীমনি ও শেখ সাদী বেশ চর্চিত নাম। কারও মতে, পরীমনি ও শেখ সাদী প্রেমে মজেছেন। তা ছাড়া ইদানীং দুজনের নানা কর্মকাণ্ড নিয়ে চলচ্চিত্র ও সংগীতাঙ্গনে বেশ আলোচনা চলছে।

শেখ সাদীর গাওয়া গান পরীমনি তাঁর ফেসবুক ওয়ালে শেয়ার করছেন। শেখ সাদীও শেয়ার করা গানের মন্তব্যের ঘরে লাভ ইমোজি দিচ্ছেন। পাল্টা লাভ ইমোজি দিচ্ছেন পরীমনিও। দুজনে আবার মজার খুনসুটিতে মেতে উঠছেন। এতে মোটামুটি পরিষ্কার, দুজনে প্রেম করছেন।

এদিকে দিন দশেক আগে শেখ সাদীর একটি পোস্ট দুজনের সম্পর্ক নিয়ে আলোচনাকে উসকে দেয়। এদিন সাদী তাঁর ফেসবুক পোস্টে ভালোবাসার ইমোজি দিয়ে লিখেছেন, ‘অন্য কোনো মেয়েকে এখন আর আমার ভালো লাগে না। পরী আমার।’

সাদীর এমন ফেসবুক পোস্টে ঢালিউড চিত্রনায়িকা পরীমনি মন্তব্য করেন। দরজার আড়াল থেকে উঁকি দেওয়া একটি পুতুলের ইমোজি জুড়ে দিয়ে লেখেন, ‘ওহ!’ কেউ কেউ বলছেন, ভালোবাসা দিবসের আগে নিজের মনের ইচ্ছা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় গায়ক শেখ সাদী। জানিয়েছেন, তিনিই পরীমনির একমাত্র যোগ্য।

গণমাধ্যমের পক্ষ থেকে পরীমনির কাছে প্রশ্ন ছিল শেখ সাদীর সঙ্গে সম্পর্কটা কী? এমন প্রশ্নে চলচ্চিত্রের আলোচিত এই তারকা দুজনের সম্পর্কের ব্যাখ্যা দিলেন এভাবে, ‘সাদী আমার জীবনে একটা জাদুর মতন! আমি মন খুলে যার সাথে নিজের কথাগুলো বলতে পারি। জীবনে খারাপ সময়ে যে পাশে থাকে, আগলে রাখে, সে তো জীবনের আশীর্বাদ হয়ে আসে। ও ঠিক তা–ই আমার কাছে।’

তরুণ প্রজন্মের গায়ক শেখ সাদী জানান, একই অঙ্গনে দীর্ঘদিন কাজ করার কারণে পরীমনির সঙ্গে বেশ আগেই পরিচয় হয়েছিল। তখন থেকে পেশাগত বিষয় নিয়ে তাঁর সঙ্গে নিয়মিত কথাবার্তা হয়। সাদী প্রথম আলোকে বলেন, ‘আমিও ইন্ডাস্ট্রিতে কাজ করছি অনেক দিন হলো। পরীমনির অনেক ইতিবাচক গুণ রয়েছে। বিপদ-আপদে মানুষের পাশে থাকেন। আমি তাঁর মঙ্গল কামনা করি সব সময়।’

তিন বছর আগে ‘গুণিন’ সিনেমার শুটিংয়ের সময় চিত্রনায়িকা পরীমনির সঙ্গে নায়ক শরীফুল রাজের পরিচয় হয়। পরিচয় থেকে প্রণয়। এরপর এই দম্পতির একটি ছেলেসন্তান হয়। পরে তাঁদের সম্পর্কে ফাটল ধরে। প্রায় দেড় বছর আগে তাঁদের বিচ্ছেদ হয়। পরীমনি তাঁর সন্তান ও কাজ নিয়ে ভীষণ ব্যস্ত আছেন। অন্যদিকে রাজও তাঁর মতো করে ছবির কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।