January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, October 23rd, 2023, 9:20 pm

সাদ্দাম হোসেনের মেয়ের ৭ বছরের জেল

অনলাইন ডেস্ক :

ইরাকের একটি আদালত দেশটির সাবেক স্বৈরশাসক সাদ্দাম হোসেনের মেয়েকে সাত বছরের কারাদন্ড দিয়েছেন। নিষিদ্ধঘোষিত রাজনৈতিক দলের পক্ষে কথা বলায় এবং প্রচার চালানোর দায়ে তাকে এ কারাদন্ড দেওয়া হয়েছে। অবশ্য নির্বাসিত জীবনযাপন করছেন সাদ্দাম হোসেনের সাজাপ্রাপ্ত মেয়ে। গত রোববার তার অনুপস্থিতিতেই এই কারাদন্ড দেওয়া হয়। সৌদি সংবাদমাধ্যম আল-আরাবিয়া গত রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বাগদাদের একটি আদালত গত রোববার সাদ্দাম হোসেনের নির্বাসিত কন্যাকে তার অনুপস্থিতিতে সাত বছরের কারাদন্ড দিয়েছেন। মূলত তার বাবা সাদ্দাম হোসেনের নিষিদ্ধ বাথ পার্টির ‘প্রচার’ চালানোর জন্য এই কারাদন্ড দেওয়া হয়।

২০০৩ সালে ইরাকে মার্কিন নেতৃত্বাধীন সামরিক আগ্রাসনের সময় সাদ্দাম হোসেনের পতনের পর তার দলটি বিলুপ্ত ও নিষিদ্ধ করা হয়। রায়ের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সাদ্দামের মেয়ে রাঘাদ সাদ্দাম হোসেনকে ২০২১ সালে টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে ‘নিষিদ্ধ বাথ পার্টির কার্যক্রম প্রচার করার’ অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছে। মূলত ইরাকে আজও কেউ যদি ক্ষমতাচ্যুত সাদ্দাম সরকারের ছবি প্রচার করে বা স্লোগান দেয়, তবে তাদের বিচারের মুখোমুখি করা হতে পারে। অবশ্য ঠিক কোন সাক্ষাৎকারের কারণে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে, তা রায়ে উল্লেখ করা হয়নি। তবে ২০২১ সালে রাঘাদ সাদ্দাম আল আরাবিয়া টিভি চ্যানেলে ১৯৭৯ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত তার বাবার শাসনামলে ইরাকের পরিস্থিতি সম্পর্কে কথা বলেছিলেন। সাক্ষাৎকারে তিনি তার বাবার শাসনামলের প্রশংসাও করেন।