December 19, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, November 15th, 2025, 7:30 pm

সাপাহারে অবৈধভাবে জমি দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ

সাপাহার নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর সাপাহার উপজেলায় অবৈধভাবে জমি দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় উপজেলার শীতলডাঙ্গা গ্রামের মোঃ সিরাজুল ইসলাম শুক্রবার (১৪ নভেম্বর) সাপাহার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, উপজেলার কৈকুড়ী মৌজার আরএস খতিয়ান নং ১১ ও ৩৪-এর হাল দাগ নং ৪৫৮/৪৮৩ এবং ৪০৭—মোট সোয়া ১২ শতাংশ জমি তিনি ওয়ারিশসূত্রে মালিকানা পেয়ে প্রায় ৫০ বছর ধরে শান্তিপূর্ণভাবে ভোগদখল করছেন। জমিটি নিয়ে পূর্বে বিরোধ দেখা দিলে সাপাহার সিনিয়র সহকারী জজ আদালতে মামলা (নং—৪০/২০১৪ অঃ প্রঃ) দায়ের হয় এবং আদালত সিরাজুলের পক্ষে রায় প্রদান করেন।

অভিযোগে আরও বলা হয়, গত ১৪ নভেম্বর সকাল সাড়ে ৮টার দিকে একই গ্রামের আনারুল ইসলাম, ডালিম ও ইমরান পরস্পর যোগসাজশে উক্ত জমিতে অনধিকার প্রবেশ করে বাড়ি নির্মাণ কাজ শুরু করেন। বিষয়টি জানতে পেরে সিরাজুল ঘটনাস্থলে গেলে তারা লাঠি, লোহার রড ও ধারালো অস্ত্র নিয়ে তাকে ধাওয়া করে। আত্মরক্ষায় তিনি সেখান থেকে পালিয়ে আসেন বলে অভিযোগে উল্লেখ আছে।

ঘটনার সময় স্থানীয় বাসিন্দা মফিজুল ইসলাম ও আতাউর রহমানসহ অনেকেই ঘটনাটি প্রত্যক্ষ করেন বলে দাবি করেন সিরাজুল।

তিনি আরও জানান, উক্ত জমি নিয়ে আদালত থেকে ১৪৪/১৪৫ ধারা জারি থাকা সত্ত্বেও প্রতিপক্ষ অবৈধভাবে স্থাপনা নির্মাণ অব্যাহত রেখেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তিনি থানায় আবেদন করেছেন।

সাপাহার থানা সূত্রে জানা গেছে, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে; এ বিষয়ে শান্তি শৃঙ্খলা রক্ষার লক্ষ্যে নোটিশ জারি করা হয়েছে