সাপাহার (নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম সাপাহার উপজেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৩টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজ।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরিফুজ্জামান, থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আজিজ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাপলা খাতুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলাম রাব্বানী, উপজেলা এলজিইডি প্রকৌশলী তাহাজ্জুদ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুল কবীর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাঈদুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় নবাগত জেলা প্রশাসক উপজেলা পর্যায়ের সরকারি কার্যক্রমের অগ্রগতি, চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন এবং সেবা কার্যক্রমকে আরও গতিশীল করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

আরও পড়ুন
কুড়িগ্রামে বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় গরু–মদ জব্দ
নাসিরনগরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
আওয়ামী লীগের দালাল খেতাব দিয়ে মোরেলগঞ্জ থানার ওসির অপসারণ দাবিতে মানববন্ধন