October 17, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, August 22nd, 2025, 12:54 pm

সাপাহারে পানি সম্পদ আইন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; module: photo; hw-remosaic: false; touch: (0.95092595, 0.10041667); modeInfo: ; sceneMode: 8; cct_value: 4951; AI_Scene: (-1, -1); aec_lux: 73.0; aec_lux_index: 0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0; albedo: ; confidence: ; motionLevel: 0; weatherinfo: null; temperature: 41;

সাপাহার(নওগাঁ) প্রতিনিধিঃ

পানি সম্পদের টেকসই ব্যবহার ও সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে নওগাঁর সাপাহারে ‘বাংলাদেশ পানি আইন ২০১৩ ও পানি বিধিমালা ২০১৮ অবহিতকরণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সাপাহার উপজেলা সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে আয়োজিত উক্ত কর্মশালায় বক্তারা পানির সংকট মোকাবিলায় আইন ও বিধিমালার যথাযথ প্রয়োগের পাশাপাশি সংশ্লিষ্ট সকল পক্ষের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন।

অদ্য (২১ আগস্ট) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে  অনুষ্ঠিত ওই কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সেলিম  আহমেদ। কর্মশালায়  প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্ত ছিলেন ওয়ারপো’র মহাপরিচালক মোহাম্মদ লুৎফুর রহমান।

কর্মশালায় ওয়ারপো পরিচালিত একটি সমীক্ষার ফলাফল উপস্থাপন করা হয়। সাপাহার উপজেলার ৫টি ইউনিয়নের পানি ব্যবস্থাপনার বাস্তব চিত্র তুলে ধরা হয়। এই সমীক্ষার পরিপ্রেক্ষিতে দ্রুত পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তার কথা বলা হয়। এছাড়াও কর্মশালায় প্রাপ্ত সুপারিশগুলো একত্রিত করে একটি রোডম্যাপ তৈরির প্রস্তাব করা হয়, যা পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।

এসময় কর্মশালায় উপস্থিত ছিলেন ওয়ারপো’র পরিচালক (পরিকল্পনা) নূর আলম, ওয়ারপো’র মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড, মোঃ আমিনুল ইলাম,বৈজ্ঞানিক কর্মকর্তা  মোঃ সাইদুর রহমান খান, সহকারী কমিশনার (ভূমি) আবিদা সিফাত  , উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান টকি, উপজেলা বিএমডিএ কর্মকর্তা প্রকৌশলী তরিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাইদুল হক,জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুল গাফ্ফার,উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ শামিম রেজা সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কর্মশালায় অংশগ্রহণকারীরা  উপজেলার পানি সংকট নিরসনে বিভিন্ন সুপারিশ মালা তুলে ধরেন।