April 16, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, April 15th, 2025, 1:38 pm

সাপাহারে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নব বর্ষবরণ 

কামরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: “মুছে যাক গ্লানি ঘুচে যাক জর অগ্নিবানে শুচি হোক ধরা” এসো হে বৈশাখ, এসো এসো.. স্লোগানে সারাদেশের ন্যায় নওগাঁর সাপাহারেও  বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদ এর সভাপতিত্বে গরু গাড়ী ঘোড়া গাড়ী ও পালকি নিয়ে একটি বর্ণাঢ্য র‌্যালি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
আনন্দ শোভাযাত্রায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবিদা সিফাত, কৃষি কর্মকর্তা শাপলা খাতুন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: গোলাম রাব্বানী, থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আজিজ, সমাজবো কর্মকর্তা দেলোয়ার হোসেনে, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান লাবু চৌধুরী, সাংগঠনিক আব্দুল্লাহ আনছারী,সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদেকুল ইসলাম,সদস্য মিজানুর চৌধুরী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক,অভিভাবক অংশ গ্রহন করেন।
উপজেলা পরিষদ চত্ত্বরে বিভিন্ন পন্যের প্রদর্শনী স্টল যেমন পিঠা পায়েস  ও পান্তা আলু ভর্তা ইলিশ, নকশিকাঁথা, মাটির তৈরি বিভিন্ন জিনিসপত্র ও শিশুদের খেলনা দোকান স্থান পায়।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অতিরিক্ত কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান টকি’র উপস্থাপনায় পরিষদ চত্ত্বর মুক্তমঞ্চে উপজেলা শিল্পকলা একাডেমীর শিল্পীদের নিয়ে দেশীয় নৃত্য,আদিবাসী নৃত্য পরিবেশন,যাদু প্রদর্শন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও সাপ খেলা অনুষ্ঠিত হয় । দুপুরে আলু ভর্তা মাছ ভাজি কাঁচা মরিচ পিঁয়াজ দিয়ে পান্তা খাওয়ার মধ্য দিয়ে বর্ষবরণ অনুষ্ঠানের সমাপ্তি হয়।