December 16, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, December 13th, 2025, 7:07 pm

সাপাহারে বসুন্ধরা শুভসংঘের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:

অস্বচ্ছল নারীদের স্বাবলম্বী করার লক্ষ্য নিয়ে নওগাঁর সাপাহারে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে ৩মাস ব্যপী সেলাই প্রশিক্ষনের শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার সকাল ১০টায় সাপাহার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শুভসংঘ সাপাহার শাখার সভাপতি মনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে সাপাহার আলহেলাল ইসলামী একাডেমী এন্ড কলেজের অধ্যক্ষ মাহবুবুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদানের মাধ্যমে শেলাই প্রশিক্ষনের উদ্বোধন ঘোষনা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাপাহার শুভসংঘের উপদেষ্টা ও কালের কন্ঠ প্রতিনিধি সাংবাদিক তছলিম উদ্দীন।

এসময় সাপাহার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাবুল আকতার, সহ সভাপতি কামরুল ইসলাম, সাংবাদিক সোহেল চৌধুরী, খোট্টাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (অব:) মাহফুজুল হক ও সেলাই প্রশিক্ষনে অংশ নেয়া ১৫জন অস্বচ্ছল নারী সেখানে উপস্থিত ছিলেন।

শুভসংঘের প্রচলিত নিয়মানুসারে প্রশিক্ষন প্রতি সপ্তাহের শুক্র ও শনিবার করে আগামী ৩মাস ব্যপী চলবে এবং প্রশিক্ষন শেষে প্রশিক্ষনে অংশ নেয়া ওই ১৫জন দুস্থ্য অসহায় নারীদের স্বাবলম্বী করে তোলার জন্য প্রত্যেকে বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে বিনা মূল্যে ১টি করে  নতুন সেলাই মেশিন প্রদান করা হবে।