সাপাহার(নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁ-১( সাপাহার,পোরশা,নিয়ামতপুর) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী তরুন নেতা লায়ন মাসুদ রানা সাপাহার উপজেলার সদরে লিফলেট বিতরণ ও ব্যাপক গণসংযোগ করেছেন।
শনিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি সাপাহার উপজেলার সদরে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন।
পোরশা উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক তরুন নেতা লাইন মাসুদ রানা দীর্ঘ দিন যাবৎ নওগাঁ -১ (সাপাহার,পোরশা,নিয়ামতপুর) আসনে দলের জন্য কাজ করে চলেছেন। তিনি এই আসনটিতে ব্যাপক গণসংযোগ করে আঁকড়ে ধরে রাখার লক্ষ্যে মাঠ পর্যায়ে প্রতিদিন গণসংযোগ ও উঠান বৈঠক করছেন।
মনোনয়ন প্রত্যাশি মাসুদ রানা বলেন, বিএনপি ক্ষমতায় এলে পিছিয়ে পড়া সকল এলাকার উন্নয়নে সর্বোচ্চ চেষ্টাসহ কাজ করবেন। তিনি গণসংযোগকালে দলের নেতাকর্মীদের বিভ্রান্তিতে না পড়ে যাকে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হবে তার জন্যই সবাইকে মাঠে কাজ করার আহব্বান জানান।
আরও পড়ুন
রংপুরে ভেজাল গুড় উৎপাদনের দায়ে ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা
গঙ্গাচড়া যুব ফোরাম ও শিশু ফোরামের উদ্যোগে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে খাদ্য সামগ্রী উপহার
সমাজ উন্নয়নে স্কাউটদের ভূমিকা শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত