March 31, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, March 27th, 2025, 1:29 pm

সাপাহারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় নওগাঁর সাপাহারে মহান স্বাধীনতা ও জাতীয়  দিবস উদযাপন করা হয়েছে।
বুধবার (২৬ মার্চ) সূর্যোদয়ের  সাথে সাথে উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন,সকাল ৮ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ এর  সভাপতিত্বে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
এ সময সেখানে উপস্থিত সহকারী কমিশনার (ভুমি) আবিদা সিফাত, কৃষি কর্মকর্তা শাপলা খাতুন, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা: আরিফুজ্জামান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: গোলাম রাব্বানী,প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব অধ্যক্ষ আব্দুন নূর, উপজেলা বিএনপি’র সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী বেনু, সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী  লাবু, সাংগঠনিক সম্পাদক আব্দুল্যাাহ আনসারী,শফিকুল ইসলাম,জামায়াতে ইসলামীর উপজেলা আমির আবুল খায়ের  তরুন,আলহেলাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাহবুব আলম, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুল আলম, থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আজিজ, ওসি তদন্ত আলিফ মাহমুদ, বীরমুক্তিযোদ্ধা তমসের আলী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থী বৃন্দ, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ এলাকার সুধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার সকল মুক্তিযোদ্ধাদের সংর্বধনা প্রদান করা হয়।