স্টাফ রিপোর্টারঃ নওগাঁর সাপাহারে যোগদান করেই মাদকদ্রব্যের উপর কঠোর অবস্থান নিলেন সাপাহার উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদ। সম্প্রতি তিনি নওগাঁর সীমান্তবর্তী সাপাহার উপজেলায় নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন। যোগদান করেই তিনি মানবতার ফেরিওয়ালা হয়ে উপজেলার বেশ কিছু অসহায় শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে বেশ চমক সৃষ্টি করেছেন। একই সাথে তিনি মাদক মুক্ত সাপাহার নির্মানের লক্ষে বুধবার সন্ধ্যার দিকে উপজেলা সদরের ডাঙ্গাপাড়া এলাকায় প্রায় ঘন্টাকাল ব্যাপী চিহিৃত কিছু মাদক ব্যবসায়ীর বাসায় বাসায় ঝটিকা অভিযান পরিচালনা করেন। নির্বাহী অফিসার ও এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে অভিযান পরিচালানাকলে ওই গ্রামের কুখ্যাত মাদক ব্যাবসায়ী মাসুদ রানার নিজ বাড়ি থেকে প্রায় ৬০পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার সহ মাসুদ রানা ও আরোও দুই জন মাদক সেবীকে আটক করা হয়। এর পর তাক্ষনিকভাবে মোবাইল কোর্টের মাধ্যমে তিনি আটককৃতদের বিভিন্ন মেয়াদের সাজা ও অর্থ দন্ড প্রদান করেন। মোবাইল কোর্ট পরিচালনাকালে নওগাঁ জেলার মাদকদ্রব্য অধিদপ্তর ও জেলা কার্যালয়ের প্রতিনিধি দল সেখানে উপস্থিত থেকে সার্বিক সহায়তা প্রদান করেন।
সাপাহারে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে নবাগত ইউএনও সেলিম আহমেদ

আরও পড়ুন
খুলনা বিএল কলেজে পরীক্ষার প্রশ্নে ‘ধানমন্ডি ৩২’ ও ‘শেখ মুজিব’, প্রতিবাদে ছাত্রদের মানববন্ধন
কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে সেলাই মেশিন ও গাছের চারা বিতরণ
উম্মুক্ত হলো পাইকগাছার নাছিরপুর খাল ; মাছ ধরার উৎসবে জনতার ঢল