August 18, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, August 18th, 2025, 7:23 pm

সাপাহারে মৎস্য সপ্তাহ উদযাপন

সাপাহার (নওগাঁ)  প্রতিনিধিঃ

“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সাপাহারে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্যাপন করা হয়েছে। সোমবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর হতে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে এক আলোচনা সভার আয়োজন করে।

সাপাহার উপজেলা নির্বাহী অফিসার মো: সেলিম আহমেদএর সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় মৎস্য সপ্তাহের উপর গুরুত্ব রেখে উপজেলা মৎস্য কর্মকর্তা মো: শামিম রেজা সুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। বিশেষ অতিতি হিসেবে অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আজিজ,প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদ, সাপাহার প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক তছলিম উদ্দীন,প্রমুখ বক্তব্য প্রদান করেন। এসময় উপজেলার জবই বিল মৎস্য প্রকল্প সহ বিভিন্ন এলাকার প্রায় শতাধিক মৎস্য জীবী, মৎস্য চাষী সেখানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শুরুর প্রথমে নির্বাহী অফিসার ও মৎস্য কর্মকর্তা উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।