October 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, September 22nd, 2025, 6:00 pm

সাপাহারে শান্তি পদযাত্রা অনুষ্ঠিত

সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ

সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি, এখনই পদক্ষেপ গ্রহণ করি, শান্তিময় বিশ্ব গড়ি’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর সাপাহারে আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৫ উপলক্ষ্যে শান্তি পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বেলা ১১ টায় দি-হাঙ্গার প্রজেক্টের পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) ও ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি)’র আয়োজনে উপজেলা পরিষদ চত্বর হতে একটি শান্তি পদযাত্রা বের করা হয়। পদযাত্রাটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। এতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবিদা সিফাত, পিএফজির অ্যাম্বাসেডর ইব্রাহিম হোসেন, মোরশেদা পারভিন, পিএফজির সমন্বয়ক সাংবাদিক তছলিম উদ্দীন, সাংবাদিক বাবুল আকতার অংশ গ্রহণ করেন।

এসময় দি-হাঙ্গার প্রজেক্ট ইউনিয়ন সমন্বয়কারী পূর্নিমা, ইউনিয়ন সমন্বয়কারী আজাদ হোসেন, উপজেলা ছাত্র দলের আহবায়ক সোহেল রানা, সদস্য সচিব হাসান আলী, সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ওয়ালিউল ইসলাম নাইম, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ শান্তি পদযাত্রায় উপস্থিত ছিলেন।