December 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, December 8th, 2024, 9:35 pm

সাপাহারে সামাজিক সংগঠন “সহযোগিতা” এর আলোচনা সভা অনুষ্ঠিত 

সাপাহার রিপোর্টারঃ
নওগাঁর সাপাহারে সামাজিক সংগঠন “সহযোগিতা”এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোবার (৮ ডিসেম্বর) সকাল ১০ টায় ঐতিহাসিক দিবর দিঘির গেষ্ট হাউস চত্বরে সংগঠনের প্রতিষ্ঠাতা ও এ্যাকটিভ বিজনেস কমার্শিয়াল লিমিটেড (ABC) এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফিরোজ আহমেদ এর সভাপতিত্বে  জনকল্যাণমূলক সামাজিক সংগঠন “সহযোগিতা”  আলোচনা সভা অনুষ্ঠানে জেলার সকল উপজেলার সদস্যগণ উপস্থিত ছিলেন।
সংগঠনের প্রতিষ্ঠাতা
বিশিষ্ট সমাজসেবী মোঃ ফিরোজ আহমেদ “সহযোগিতা” সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে সকলেই অবহিত করে বলেন যে  সহযোগিতা এর লক্ষ্যই অবহেলিত জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়ে তাদের অধিকার আদায়ে সহযোগিতা করা। বিগত করোনা কালিন সময়ে তিনি এই সংগঠনের মাধ্যমে সর্বস্তরের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ব্যাপক সাহায্য সহায়তা দিয়ে এলাকায় বেশ আলোড়ন সৃষ্ট করেছিলেন। মানবতার সেবা দানে তিনি সহযোগিতা সংগঠনের জন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
নানা শ্রেণী পেশার মানুষের উপস্থিতে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহযোগিতা সংগঠনের  মহাদেবপুর উপজেলা আহ্বায়ক মোকলেছুর রহমান,কে এম হাবিব,কালাম মাষ্টার, বিশিষ্ট ব্যবসায়ী সাদ্দাম হোসেনে, পত্নীতলা  ইউপির সাবেক চেয়ারম্যান নূরুজ্জামান , খাজা মাস্টার,সাপাহার মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুর রহমান, সাপাহার প্রেসক্লাবের যুগ্ন আহব্বায়ক সাংবাদিক বাবুল আক্তার প্রমুখ।