November 27, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, September 15th, 2025, 5:39 pm

সাপাহারে ৩১ দফা বাস্তবায়নে গণসংযোগ ও লিফলেট বিতরণ

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা’ বাস্তবায়নের লক্ষ্যে নওগাঁ-১ (সাপাহার, পোরশা, নিয়ামতপুর) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোঃ মোস্তাফিজুর রহমান শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে সাপাহার উপজেলা সদরে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন।

এ সময় তিনি সাধারণ মানুষের হাতে হাতে লিফলেট তুলে দেন এবং পথসভায় বক্তব্য রাখেন। তার এ কর্মসূচিতে সফরসঙ্গী ছিলেন নিয়ামতপুর উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক জুম্মা রশিদ,

এছাড়াও লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি জয়নাল আবেদীন, পাতাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আনিসুর রহমান, থানা বিএনপির সদস্য শরিফুল ইসলাম,আবু সাঈদ,সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোতাহার হোসেন ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রুস্তম আলী ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম , জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি আব্দুর রহমান, সাপাহার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হারুন এবং ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাহমুদুল হক। পাশাপাশি ছাত্রদল, যুবদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন।

মনোনয়ন প্রত্যাশী মোস্তাফিজুর রহমান বলেন,“৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য আমরা নিয়মিত কাজ করছি। বিএনপির মনোনয়ন পেলে প্রথমেই শিক্ষা ব্যবস্থার উন্নয়নে উদ্যোগ নেব। পাশাপাশি প্রতিটি এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে। জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং দেশের আইনশৃঙ্খলা উন্নয়নেই হবে আমাদের মূল লক্ষ্য।