November 1, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, October 31st, 2025, 6:25 pm

সাপাহার তেঘরিয়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও বিনামূল্যে ড্রেস বিতরণ।

সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর সাপাহার উপজেলার তেঘরিয়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ আব্দুল্লাহ আনসারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার নাজমা আক্তার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. রফিকুল ইসলাম চৌধুরী (বেনু)।

অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিঃ ভুট্টু পাহান।

এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ইসমাইল হোসেন, মোঃ খালেক মিয়া, মান্দাইন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম, সাপাহার জামাননগর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোতালেব হোসেন এবং অভিভাবকদের প্রতিনিধি হিসেবে নবীজুল ইসলাম, মোসা: খাদিজা বেগম ও শেফালী রানী বক্তব্য প্রদান করেন।

সভায় বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ আব্দুল্লাহ আনসারী বলেন, বিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের একসঙ্গে কাজ করতে হবে। বিগত বছরের মতো এবারও বিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ড্রেস দেওয়া হয়েছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে নতুন স্কুল ড্রেস তুলে দেন। এসময় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।