April 22, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, April 13th, 2025, 12:32 pm

সাপাহার প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ওসি’র মতবিনিময় 

কামরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধঃ নওগাঁর সাপাহার প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে সৌজন্যে মতবিনিময় করেছেন থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আজিজ।
শনিবার দুপুরে সাপাহার থানার ওসি’র কার্যালয়ে নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আজিজ স্থানীয় প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে সমাজের বিভিন্ন অসংগতিপূর্ণ বিষয়, মাদক,ছিনতাই, চোরা-কারবার,সদরের জিরো পয়েন্টে যানজট নিরোসনের উপায় সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় তিনি বলেন-আমি এই থানায় ওসি’র দ্বায়িত্ব নেওয়ার পরে ঈদে যাতে করে এ উপজেলার মানুষ;  নিরাপদে পরিবারের সাথে ঈদ উদযাপন করতে পারে সে জন্য উপজেলার বিভিন্ন পয়েন্টে পুলিশ টিমের পাশাপাশি গ্রাম পুলিশ নিযুক্ত করে  টহলের ব্যবস্থা করার কারণে কোন প্রকার সমস্যা সৃষ্টি হয়নি।
তিনি আরও বলেন- দুর্নীতির বিরুদ্ধে পুলিশকে সহযোগিতা করা সহ সাংবাদিক মহল কে সমাজের নানা মুখী অনিয়মের চিত্র তুলে ধরতে বলেন। এসময় সাপাহার প্রেসক্লারে সাধারণ সম্পাদক দৈনিক যায়যায় দিন ও এস টিভি বাংলা প্রতিনিধি বাবুল আকতার,সহ-সভাপতি উত্তরকোন প্রতিনিধি মফিজ উদ্দীন, যুগ্ম সম্পাদক দি নিউ নেশন, দৈনিক খবর পত্র ও দৈনিক  নতুন প্রভাত প্রতিনিধি  কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক দৈনিক চাঁদনী বাজার প্রতিনিধি শরিফ তালুকদার, অর্থ ও দপ্তর সম্পাদক দৈনিক সংবাদ প্রতিনিধি তোফায়েল আহমেদ ,কার্যনির্বাহী সদস্য দৈনিক ভোরের দর্পণ ও কালবেলা প্রতিনিধি প্রদীপ কুমার সাহা, সাংবাদিক ইব্রাহিম খলিল, বাংলাদেশ সংবাদ প্রতিনিধি আব্দুল্লাহ আনছারী, দৈনিক দেশের কন্ঠ ও গণকন্ঠ প্রতিনিধি সাইফুল ইসলাম রয়েল প্রমূখ উপস্থিত ছিলেন।