September 17, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, September 17th, 2025, 6:50 pm

সাফা উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন পারভীন মাহমুদ

 

সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টসের (সাফা) ‘লাইফটাইম উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৫’ পেয়েছেন বাংলাদেশের পারভীন মাহমুদ। খবর বাসস- এর।

মঙ্গলবার শ্রীলঙ্কার সিটি অব ড্রিমসের হোটেল সিনামন লাইফে অনুষ্ঠিত সাফা উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তাকে এই পুরস্কার প্রদান করা হয়।

পারভীন মাহমুদ মানুষর জন্য ফাউন্ডেশন, মাইডাস, হারস্টোরি ফাউন্ডেশন এবং শাশা ডেনিমস পিএলসির চেয়ারপারসন। তিনি ইউসেপ বাংলাদেশ ও অ্যাসিড সারভাইভার্স ফাউন্ডেশনেরও চেয়ারপারসন ছিলেন।

তিনি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)- এর প্রথম নারী প্রেসিডেন্ট এবং সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টসের (সাফা) বোর্ডের প্রথম নারী সদস্য ও প্রেসিডেন্ট। সাফা হচ্ছে সার্কভুক্ত দেশগুলোর সর্বোচ্চ অ্যাকাউন্টিং পেশাজীবী সংস্থা।

পারভীন মাহমুদ ব্র্যাকে কর্মজীবন শুরু করেন। পরে তিনি পিকেএসএফ- এর উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন এবং গ্রামীণ টেলিকম ট্রাস্টের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। তিনি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস প্রতিষ্ঠান এসিএনএবিআইএন- এর পার্টনার ছিলেন।

তিনি ব্র্যাক ইন্টারন্যাশনাল, পিকেএসএফ, টিআইবি, গ্রামীণ টেলিকমসহ বিভিন্ন প্রতিষ্ঠানের বোর্ডে কাজ করেছেন এবং সারাবিশ্বে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি, নারী ক্ষমতায়ন ও সামাজিক উদ্ভাবনের অগ্রদূত হিসেবে কাজ করেছেন।

সাফা উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানটি শ্রীলঙ্কার সিএমএ সিলভার জুবিলি ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং কনফারেন্স ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানের সঙ্গে একযোগে অনুষ্ঠিত হয়। সাফা বোর্ড সদস্য এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা এই সময় উপস্থিত ছিলেন।

এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় নারী নেতৃত্বকে অনুপ্রাণিত করতে তার অসামান্য অবদান ও স্থায়ী প্রভাবেরই প্রমাণ।

এনএনবাংলা/