January 18, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, March 2nd, 2023, 8:24 pm

সাফের সাফল্য ধরে রাখতে চায় বাংলাদেশ

অনলাইন ডেস্ক :

অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপ জেতার পর মেয়েদের সামনে এখন এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের চ্যালেঞ্জ। বাছাইয়ের প্রথম পর্বে ‘এইচ’ গ্রুপে খেলবে বাংলাদেশ। যেখানে প্রতিপক্ষ ইরান ও তুর্কমেনিস্তান। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে প্রতিযোগিতাটি আগামী ৮ মার্চ শুরু হয়ে শেষ হবে ১২ মার্চ। আট গ্রুপের সেরা দল পাবে বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে খেলার টিকেট। আগামী বছর মার্চে উজবেকিস্তানে হবে মূল পর্বের খেলা। ‘এইচ’ গ্রুপে বাংলাদেশ ১০ মার্চ নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে তুর্কমেনিস্তানের। ১২ই মার্চ খেলবে ইরানের বিপক্ষে। বয়সভিত্তিক টুর্নামেন্ট হলেও মূল র‌্যাংকিংয়ে বাংলাদেশ থেকে দুই দলই এগিয়ে। ইরান ৬৮তম ও তুর্কমেনিস্তান আছে ১৩৭তম স্থানে। বাংলাদেশের অবস্থান ১৪০। সাফের সাফল্য এই টুর্নামেন্টেও ধরে রাখতে চায় বাংলাদেশ। ইরান ও তুর্কমেনিস্তানের বিপক্ষে জয়ের প্রত্যাশা করছেন বাংলাদেশ কোচ গোলাম রব্বানী ছোটন, ‘তুর্কমেনিস্তান ও ইরান শক্তিশালী, কিন্তু আমাদের মেয়েদের সাম্প্রতিক সময়ের যে পারফরম্যান্স আমরা জয়ের প্রত্যাশা করছি। ম্প্রতি আমাদের মেয়েরা সাফে ভালো ফুটবল খেলেছে, আমরা ভালো ফলে আশা করতেই পারি। দুইটা ম্যাচ জিতে আশা করি পরের রাউন্ডে যেতে পারব।’ অধিনায়ক হিসেবে সাফে প্রথম শিরোপার স্বাদ পেয়েছিলেন শামসুন্নাহার। এবার বাছাইয়ের প্রথম ধাপ পেরুনোর স্বপ্ন দেখছেন তিনি,’সাফে চ্যাম্পিয়ন হওয়ার বিরতির পর আমরা অনুশীলন করেছি। আমাদের চেষ্টা থাকবে দুই ম্যাচ জেতা। দুই দলই শক্তিশালী, কিন্তু আমরাও ফিটনেসের দিকে এগিয়ে আছি। দেশবাসী যেন আমাদের জন্য দোয়া করে, আমরা যেন পরের রাউন্ডে যেতে পারি।’ সাফের স্কোয়াড থেকে পরিবর্তন এসেছে দুটি। গোলরক্ষক ইতি রানীর জায়গায় স্বর্ণা রানী আর মিডফিল্ডার আফরোজা আক্তারের জায়গায় তৃষ্ণা রানী ঢুকেছে।
বাংলাদেশ দল: রুপনা চাকমা, সাথী বিশ্বাস, স্বর্ণা রানী মন্ডল, সুরমা জান্নাত, আফেইদা খন্দকার, নাসরিন আক্তার, কোহাতি কিসকু, ইতি খাতুন, উন্নতি খাতুন, স্বপ্না রানী, সোহাগী কিসকু, মাহফুজা খাতুন, নৌসুন জাহান, রিপা, রেহেনা আক্তার, শামসুন্নাহার জুনিয়র, হালিমা আক্তার, তৃষ্ণা রানী, শাহেদা আক্তার রিপা, আকলিমা খাতুন, আনিকা তাঞ্জুম, আইরিন খাতুন ও সুরভী আকন্দ প্রীতি।