October 9, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, September 25th, 2025, 8:48 pm

‘সাবা’ দেখতে মেহজাবীনের আহ্বান

 

গত বছরের শেষপ্রান্তে মেহজাবীন চৌধুরী অভিনীত ‘প্রিয় মালতী’ সিনেমাটি মুক্তি পায়। সিনেমাটিতে তার অভিনয়ের জন্য প্রশংসিত হন। আগামীকাল আন্তর্জাতিক উৎসব অংশ নিয়ে দেশের প্রেক্ষাগ্রহে মুক্তি পাচ্ছে মেহজাবীন অভিনীত দ্বিতীয় সিনেমা মাকদুসদ হোসেন পরিচালিত ‘সাবা’।

সিনেমাটি প্রসঙ্গে মেহজাবীন জানান, আপাতত সীমিত আকারে ‘সাবা’ মুক্তি পাচ্ছে। দর্শকের সাড়া ভালো হলে হলের সংখ্যা বাড়ানো হতে পারে। তবে আজ থেকে দর্শক রাজধানীর সিনেপ্লেক্স, ব্লকবাস্টার ও নারায়ণগঞ্জের একটি হলে ‘সাবা’ দেখতে পাবেন।

কী কারণে ‘সাবা’ দর্শকের দেখা উচিত? এ প্রসঙ্গে এ অভিনেত্রী বলেন, সাবা শুধু মা ও মেয়ের গল্প নয়। ছোটবেলায় মায়ের সঙ্গে ঘটে যাওয়া এক ভয়াবহ দুর্ঘটনা তাদের জীবন বদলে দেয়। সেই থেকে মা সীমাবদ্ধতায় বাঁধা, আর সাবা বড় হয়ে ওঠে এক জটিল চরিত্রে। নিজের স্বপ্ন ও ভবিষ্যৎ নিয়ে এগিয়ে যেতে চায়, কিন্তু একইসঙ্গে মায়ের অবনতিশীল স্বাস্থ্য আর তাকে হারানোর ভয় তাকে দ্বিধায় ফেলে। সাবা ভালোবাসা, দায়িত্ব, ত্যাগ আর ছাড়তে না চাওয়ার সংগ্রামের গল্প। তাই আমি বিশ্বাস করি সাবা দর্শকের হৃদয় অন্য রকমের ভাবনা তৈরি করবে। তাই সুন্দর এই গল্পের সিনেমাটি দেখার জন্য দর্শকের প্রতি আহ্বান রইলো।

মেহজাবীন আরও বলেন, আমার কাছে আসল বিষয় হলো আমি কেমন ধরনের সিনেমা বেছে নিচ্ছি, কী ধরনের চরিত্রে কাজ করছি, আর সেগুলো সমাজে কোনো প্রভাব ফেলতে পারছে কিনা। কারণ একজন শিল্পী হিসেবে একজন অভিনেত্রী হিসেবে দেশের প্রতি, দেশের মানুষের প্রতি, সমাজের প্রতি আমারো কিছু দায়িত্ব রয়েছে। তাই সিনেমাতে অভিনয় করার পূর্বে আমাকেও অনেক কিছু ভাবতে হয়। সেই ভাবনা থেকেই প্রিয় মালতী কিংবা সাবা’তে অভিনয় করা।

এদিকে গত ২৪ সেপ্টেম্বর রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত ‘সাবা কনটেস্ট’ নামক একটি প্রতিযোগিতা ছিল। যেখানে মেহজাবীন আহ্বান করেছিলেন, প্রতিযোগিতায় অংশগ্রহনকারীরা মাকে নিয়ে ছোট্ট একটি চিঠি লিখতে। যেখানে অংশগ্রহনকারী বলবেন মা তার কাছে কতোটা গুরুত্বপূর্ণ কিংবা তাকে না বলা যেকোনো কথা। এরইমধ্যে মেহজাবীন ও তার পুরো টিম বিজয়ীদের হাতে টিকিট তুলে দিয়েছেন গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা সিনেপ্লেক্স-এর সামনে। এই টিকেট দিয়েই বিজয়ীরা নির্ধারিত শো’তে ‘সাবা’ উপভোগ করবেন।

এনএনবাংলা/