August 29, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, August 28th, 2025, 5:25 pm

সাবিনা ইয়াসমিনকে নিয়ে ‘জুঁইফুল’ ডকুফিল্ম নির্মাণ করলেন শাইখ সিরাজ

 

‘অনুভূতি প্রকাশ করতে পারছি না। কীভাবে প্রকাশ করবো। শাইখ সিরাজ ভাই আমাকে নিয়ে এমন সুন্দর এক ডকুফিল্ম নির্মাণ করেছেন, যা দেখে আমি অবাক হয়েছি। এতোটা দারুণ আর গোছানো হবে আমি ভাবিনি’ -নিজের উপর নির্মিত ডকুফিল্ম নিয়ে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন খ্যাতিমান কন্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন।

২৬ আগস্ট বিকেলে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের সাথে নিয়ে ডকুফিল্মটির বিশেষ প্রদর্শনীতে অংশ নেন শাইখ সিরাজ এবং সাবিনা ইয়াসমিন। বিশেষ প্রদর্শনীর আগে চ্যানেল আই কার্যালয়ে এসে পৌঁছলে লালগালিচা সংবর্ধনা সহ ফুল দিয়ে শিল্পীকে শুভেচ্ছা জানান শাইখ সিরাজ।

‘জুঁইফুল: সাবিনা ইয়াসমিন’- এ উঠে এসেছে ষাটের দশক থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত সাবিনা ইয়াসমিনের দীর্ঘ সংগীতযাত্রা, সংগ্রাম, সাফল্য এবং স্মৃতিময় গল্পগুলো। ডকুফিল্মটিতে শিল্পীর তিন ধাপে সাক্ষাৎকার নিয়েছেন শাইখ সিরাজ। সমান্তরাল সম্পাদনায় সাবিনা ইয়াসমিনের শিল্পীজীবনের গল্প, হাসি, আবেগ আর অজানা অনেক অধ্যায় ফুটে উঠেছে।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে ডকুফিল্ম সম্পর্কে শাইখ সিরাজ বলেন, এই ডকুফিল্ম নির্মাণের আগে সবচেয়ে বেশি সময় দিতে হয়েছে গবেষণায়। আর শুটিং সম্পন্ন হওয়ার পর সময় ব্যয় হয়েছে সম্পাদনায়।

প্রথম গান গেয়ে তিনি কত পারিশ্রমিক পেয়েছিলেন, প্রথম শোতে আয়োজকরা কী দিয়েছেন, কীভাবে মাত্র ১২ বছর বয়সে আলতাফ মাহমুদের হাত ধরে সিনেমায় গান গাওয়ার সুযোগ পেলেন, কিংবা দিলশাদ ইয়াসমিন থেকে কীভাবে পরবর্তী জীবনে সাবিনা ইয়াসমিন হয়ে উঠলেন বাংলা ভাষাভাষি মানুষের প্রিয় কণ্ঠস্বর!

আমাদের সংস্কৃতির ইতিহাস। তার সংগ্রাম, সাফল্য, শিল্পীসত্তাসবকিছুই পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরতে চেয়েছি এই ডকুফিল্মে। ‘জুঁই ফুল-সাবিনা ইয়াসমিন’ ডকুফিল্মটি আগামী ৫ সেপ্টেম্বর বিকেল ২টা ৪০ মিনিটে প্রচার করবে চ্যানেল আই।

এনএনবাংলা/