স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো. হারুন-অর-রশিদ বিশ্বাসের চার কোটি ৩৯ লাখ ২৯ হাজার টাকা মূলের স্থাবর সম্পত্তি জব্দের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। স্থাবর সম্পত্তির মধ্যে রয়েছে জমি, ফ্ল্যাট ও একটি গাড়ি। অপর দিকে তার নামে থাকা ৯ টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।খবর (বাসস)
দুর্নীতি দমন কমিশনের(দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ আজ এ আদেশ দেন।
দুদকের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক আকতারুল ইসলাম এ তথ্য জানান।
আবেদনে উল্লেখ করা হয়েছে, আসামি হারুন-অর-রশিদ বিশ্বাস জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৫ কোটি ৩৭ লাখ ৩৩ হাজার টাকার সম্পদ অর্জন ও ভোগ দখলে রেখেছেন। তার নিজ ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি/প্রতিষ্ঠানের নামে ৯টি ব্যাংক হিসাবে ২৯ কোটি ৭৪ লাখ টাকা জমা ও ২৭ কোটি ৯৫ লাখ ৯৫ হাজার টাকা উত্তোলন করে সন্দেহজনক লেনদেন করে মানিলন্ডারিং এর সম্পৃক্ত অপরাধ ‘দুর্নীতি ও ঘুস’ সংঘটনের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করায় দুদক মামলা দায়ের করেন। তিনি সম্পত্তি অন্যত্র বিক্রি, হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার প্রচেষ্টা চালাচ্ছেন মর্মে গোপন সূত্রে জানা যায়। মামলা নিষ্পত্তির পূর্বে স্থাবর সম্পদ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে রাষ্ট্রের সমূহ ক্ষতির কারণ রয়েছে। তাই স্থাবর সম্পদ ক্রোক ও অস্থাবর সম্পদ অবরুদ্ধকরণপূর্বক রিসিভার নিয়োগ করা একান্ত প্রয়োজন।
এনএনবাংলা/
আরও পড়ুন
সাবেক এমপি ইকবাল ও তার ছেলের বিরুদ্ধে দুদকের মামলা
ঢাকায় ডেঙ্গুতে ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৮১
সাইবার হামলার আশঙ্কায় দেশের সব বিমানবন্দরে সতর্কতা জারি