September 21, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, September 21st, 2025, 1:13 pm

সাবেক অ্যাটর্নি জেনারেল সালাউদ্দিন আহমেদ মারা গেছেন

সাবেক অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী সালাউদ্দীন আহমেদ আর নেই। রোববার (২১ সেপ্টেম্বর) ভোরে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৭৭ বছর

ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল গণমাধ্যমকে জানান, দীর্ঘ অসুস্থতার পর নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় সালাউদ্দীন আহমেদ ইন্তেকাল করেন।

২০০৭ সালের ১৩ ফেব্রুয়ারি তিনি অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৮ সালের ২০ জুলাই তাঁকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়। ২০০৯ সালের ১২ জানুয়ারি পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করেন।

আইনজীবী হিসেবে তাঁর যাত্রা শুরু ১৯৮০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি অর্জনের মাধ্যমে। ১৯৮২ সালে তিনি হাইকোর্টে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন এবং ২০০২ সালে আপিল বিভাগে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন।

উচ্চতর শিক্ষার জন্য ১৯৮৪ সালে যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে এলএলএম ডিগ্রি অর্জন করেন। তবে আইন পেশায় যোগদানের আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ও ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটে শিক্ষকতা করেছেন। শিক্ষাজীবনে তিনি লন্ডন স্কুল অব ইকোনমিক্স থেকে অর্থনীতিতে স্নাতক এবং লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

 

এনএনবাংলা/