April 18, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, April 16th, 2025, 2:37 pm

সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন ও সাবেক এমপি জ্যাকব রিমান্ডে

 

পৃথক দুই মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এবং যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসানের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১৬ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালত রিমান্ডের এ আদেশ দেন।

এর মধ্যে যাত্রাবাড়ী থানায় দায়ের করা শাওন হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের ৩ দিনের এবং সাবেক ওসি আবুল হাসানের ৫ দিনের রিমান্ড দিয়েছে আদালত।

ভাটারা থানার মামলায় সাবেক এমপি আব্দুল্লাহ আল জ্যাকবের ৩ দিনের এবং রমনা থানার গৃহকর্মী হত্যা মামলায় ঝিনাইদহের সাবেক এমপি মো. নবী নেওয়াজকে ৫ দিনের রিমান্ডে দিয়েছে আদালত।

এছাড়া মুগদা, খিলগাঁও, যাত্রাবাড়ী থানার একাধিক মামলায় সাবেক মন্ত্রী আনিসুল হক, জুনাইদ আহমেদ পলক, কামরুল ইসলাম, সালমান এফ রহমান, হাসানুল হক ইনু, শাহজাহান খান, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, মোজাম্মেল হক বাবু, সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপা ও নজরুল ইসলাম মজুমদারকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে।