November 26, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, November 26th, 2025, 5:52 pm

সাবেক আইজিপি বেনজীরের স্ত্রী–কন্যার আয়কর নথি জব্দের নির্দেশ

 

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের স্ত্রী জীশান মীর্জা ও কন্যা তাহসীন রাইসা বিনতে বেনজীরের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (২৬ নভেম্বর) দুদকের আবেদনের ভিত্তিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।

দুদকের উপপরিচালক ও তদন্ত কর্মকর্তা মো. মুহাম্মদ জয়নাল আবেদীন আয়কর নথি (কর ফাইল) জব্দের আবেদন করেন আদালতে।

আবেদনে বলা হয়, জীশান মীর্জা তথ্য গোপন ও মিথ্যা তথ্য প্রদান করে ১৬ কোটি ১ লাখ ৭১ হাজার ৩৩৬ টাকা মূল্যের অবৈধ সম্পদ অর্জন করেছেন। এছাড়া জ্ঞাত আয়ের বাইরে আরও ৩১ কোটি ৬৯ লাখ ৫৫ হাজার ১৪৯ টাকা মূল্যের স্থাবর–অস্থাবর সম্পদ ভোগদখলে রেখেছেন।

একই অভিযোগে কন্যা তাহসীন রাইসা বিনতে বেনজীরও জড়িত বলে দাবিতে উল্লেখ করা হয়। তিনি জ্ঞাত আয়ের বাইরে মোট ৫ কোটি ৫৯ লাখ ৫৫ হাজার ৮৫ টাকা মূল্যের সম্পদ ভোগদখলে রেখেছেন বলে দুদক জানায়।

আবেদনে আরও বলা হয়, তাদের বিরুদ্ধে ইতোমধ্যে মামলা হয়েছে। সঠিক তদন্তের স্বার্থে আয়কর রিটার্নসহ সংশ্লিষ্ট সব নথিপত্র জব্দ ও পর্যালোচনা করা অত্যন্ত জরুরি।

এনএনবাংলা/