অনলাইন ডেস্ক :
পুলিশের সাবেক দুই মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ও এ কে এম শহীদুল হককে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার মধ্যরাতে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) তাদের গ্রেপ্তার করে।
পরে পৃথক হত্যা মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনের আট দিন ও শহীদুল হকের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৈষম্যবিরোধী কোটা আন্দোলন চলাকালে রাজধানীর নিউমার্কেট থানা এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় শহীদুল হকের ও মোহাম্মদপুরে মুদি দোকানদার আবু সায়েদ হত্যা মামলায় মামুনের এ রিমান্ড দেওয়া হয়।
আরও পড়ুন
অনেক প্রোগ্রাম চূড়ান্ত করার পরও বাদ দেওয়া হতো: ন্যান্সি
ব্যাপক হট্টগোলোর মাঝে আদালতে অসুস্থ তৌহিদ আফ্রিদি, পাঁচ দিনের রিমান্ড
ভোটের জন্য দেশের মানুষ উন্মুখ হয়ে আছে: ড. মঈন খান