October 9, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, September 29th, 2025, 4:42 pm

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ‘বান্ধবী’ তৌফিকা করিমের ১১৪ টি ব্যাংক একাউন্ট জব্দ

 

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ঘনিষ্ঠজন হিসেবে স্বীকৃত ব্যক্তিগত সহকারী (পিএস) ও বান্ধবী তৌফিকা করিমের নামে থাকা ১১৪টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এই আদেশ দেন। আদালতের নথি অনুযায়ী, এসব অ্যাকাউন্টে অবৈধ লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৬৫৩ কোটি ৩৬ লাখ টাকারও বেশি।

আদালতের যুক্তিতে বলা হয়, তৌফিকা করিম সাবেক আইনমন্ত্রীর প্রভাব খাটিয়ে আদালতে আসামিদের জামিন, চাকরির নিয়োগ-বাণিজ্য, বদলি তদবিরসহ নানা অবৈধ কর্মকাণ্ডের মাধ্যমে বিপুল অর্থ আয় করেন। পরে সেই অর্থে ফ্ল্যাট, গাড়ি ও জমি ক্রয় ছাড়াও বিদেশে অর্থপাচার করেন। ফলে মানিলন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী তার ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে পরিচালিত ১১৪টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়।

আদালতের আদেশে উল্লেখ করা হয়েছে, সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলোতে মোট জমা হয়েছে ৬৫৩ কোটি ৩৬ লাখ ৫৮ হাজার ১৩১ টাকা, যার মধ্যে উত্তোলন করা হয়েছে ৫৬৬ কোটি ৩৮ লাখ ১৭ হাজার ৫৭৫ টাকা। বর্তমানে সেখানে স্থিতি রয়েছে ৮৬ কোটি ৯৮ লাখ ৪০ হাজার ৫৫৬ টাকা।

তদন্তে আরও জানা যায়, অভিযুক্ত ব্যক্তি ক্ষমতার অপব্যবহার করে সংঘবদ্ধভাবে বিভিন্ন দেশে অবৈধভাবে অর্থ পাচার করেছেন।

তাই সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ১৪(১) ধারা মোতাবেক উপরোক্ত হিসাবগুলো স্থায়ী অবরুদ্ধকরণের জন্য পরিচালক বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, বাংলাদেশ ব্যাংক, মতিঝিল, ঢাকাকে আদেশদানে আপনার সদয় মর্জি হয়।

এনএনবাংলা/