October 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, October 9th, 2025, 11:53 pm

সাবেক এমপি ইকবাল ও তার ছেলের বিরুদ্ধে দুদকের মামলা

 

প্রতারণা ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক সংসদ সদস্য ও প্রিমিয়ার ব্যাংকের সাবেক চেয়ারম্যান ডা. এইচ বি এম ইকবাল এবং তার ছেলে ইমরান ইকবালের বিরুদ্ধে আলাদা দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদক সূত্রে জানা গেছে, ইকবালের স্ত্রী আঞ্জুমান আরা শিল্পী ও অন্য ছেলে মঈন ইকবালের সম্পদের হিসাব চেয়ে শিগগিরই নোটিশ পাঠানো হবে। বুধবার এক সংবাদ ব্রিফিংয়ে দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

মামলার এজাহারে বলা হয়েছে, জ্ঞাত আয়ের উৎসের বাইরে ৬২ কোটি ২৪ লাখ ৯৪ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ডা. ইকবালের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

দুদকের অনুসন্ধানে দেখা যায়, ইকবালের নামে ২৯৮ কোটি ৭০ লাখ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়। ওই সম্পদের বিপরীতে তার দায় (ঋণ) ১৩৯ কোটি ৪ লাখ টাকা। দায় বাদে তার নীট সম্পদের পরিমাণ দাঁড়ায় ১৫৯ কোটি ৬৬ লাখ টাকা।

এজাহারে আরও বলা হয়, ইকবাল বিভিন্ন খাতে মোট ১৯০ কোটি ৬৫ লাখ টাকার আয় প্রদর্শন করেছেন। এই আয়ের বিপরীতে পারিবারিক ও অন্যান্য ব্যয় ধরা হয়েছে ৯৩ কোটি ২৩ লাখ টাকা। সব ব্যয় বাদ দিলে তার নীট আয় বা সঞ্চয় দাঁড়ায় ৯৭ কোটি ৪১ লাখ টাকা। অর্থাৎ ঘোষিত আয়ের তুলনায় ৬২ কোটি ২৪ লাখ ৯৪ হাজার টাকার সম্পদের উৎস অজ্ঞাত।

উল্লেখ্য, ইকবালের পূর্ণ নাম হেফজুল বারি মোহাম্মদ ইকবাল, যিনি ডা. এইচ বি এম ইকবাল নামে পরিচিত।

এনএনবাংলা/