January 8, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, July 6th, 2022, 9:46 pm

সাবেক এমপি শাহানা রহমান আর নেই

সাবেক সংসদ সদস্য ও জাতীয়তাবাদী মহিলা দলের সহ-সভাপতি শাহানা রহমান রাজধানীর একটি হাসপাতালে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০।

বুধবার রাত ৮টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজা শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ কয়েকজন দলীয় নেতাকর্মী তার কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন এবং দলীয় পতাকা দিয়ে শ্রদ্ধা জানান।

পরে জাতীয়তাবাদী মহিলা দলের নেতারাও শাহানার কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন।

এদিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর।

এক শোক বার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

—ইউএনবি