জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত প্রায় আট কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে দিনাজপুর ৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. শিবলী সাদিকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) ।খবর (বাসস)
দুদক প্রধান কার্যালয়ে জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম আজ এ তথ্য জানিয়েছেন। দুদক দিনাজপুর জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. আলম মিয়া বাদী হয়ে আজ এজাহার দাখিল করেন। মামলাটি দুদক আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় দায়ের করা হয়েছে।
এজাহারে বলা হয়, আসামি দিনাজপুর ৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. শিবলী সাদিক বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নিজ নামে জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত ৭ কোটি ৯৬ লাখ ৩৩ হাজার ৬৩৩ টাকার সম্পদ অর্জনপূর্বক ভোগদখলে রেখেছেন।
দুদকের অনুসন্ধান অনুযায়ী, আসামির নামে স্থাবর সম্পদ হিসেবে দিনাজপুরের নবাবগঞ্জে ছয়তলা বাড়ি, ঢাকার ধানমন্ডিতে একটি ফ্ল্যাট, স্বপ্নপুরী বিনোদন পার্কের ৫০ শতাংশ মালিকানা, কক্সবাজারে দুটি ফ্ল্যাট এবং দিনাজপুরের বিভিন্ন উপজেলায় প্রায় ৪৫ একর জমির মালিকানা পাওয়া গেছে। এছাড়া ব্যবসার মূলধন, দুটি জিপ গাড়ি, আসবাবপত্র, স্বর্ণালংকার ও ব্যাংক হিসাবসহ মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় ১৯ কোটি ১৪ লাখ ২২ হাজার ৩০৪ টাকা।
তদন্তে দেখা যায়, শিবলী সাদিকের গ্রহণযোগ্য আয় ১০ কোটি ৮০ লাখ টাকার বিপরীতে ব্যয়সহ অর্জিত সম্পদের পরিমাণ প্রায় ১৮ কোটি ৭৬ লাখ টাকা। অতিরিক্ত ৭ কোটি ৯৬ লাখ টাকার সম্পদের বৈধ উৎস পাওয়া যায়নি।
এনএনবাংলা/
আরও পড়ুন
মধ্যরাতে হাসপাতালে ভর্তি খালেদা জিয়া
তহবিল সংকটে কঙ্গো থেকে ফিরছে বাংলাদেশ পুলিশের শান্তিরক্ষা কন্টিনজেন্ট
ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৮