সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার ও সাবেক কৃষিমন্ত্রী মো. আব্দুস শহীদের বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার (১৯ জানুয়ারি) সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন সাংবাদিকদের এ মামলার তথ্য দিয়েছেন।
তিনি বলেন, কবির বিন আনোয়ারের বিরুদ্ধে ২ কোটি ৮৪ লাখ ৪০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ করা হয়েছে। তার নয়টি ব্যাংক হিসাবে ১৫ কোটি ৩৮ লাখ ৫৭ হাজার টাকার লেনদেনের তথ্য রয়েছে।
দুদক তার স্ত্রী তৌফিকা আহমেদের বিরুদ্ধেও মামলা করেছে, যেখানে জ্ঞাত আয়ের উৎসের অসঙ্গতিপূর্ণ ৪ কোটি ৫৩ লাখ ৭৩ হাজার ৭৩৮ টাকার সম্পদ অর্জনের কথা বলা হয়েছে। তৌফিকার ছয়টি ব্যাংক হিসাবে ৭ কোটি ৭৮ লাখ ৬২ হাজার টাকা এবং ২২ হাজার ২৮০ ইউএস ডলার লেনদেনের তথ্য পেয়েছে দুদক।
ক্ষমতার পালাবদলের পর অবৈধ সম্পদের অভিযোগে গত বছরের ২৬ আগস্ট কবির বিন আনোয়ারের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক।
দুদকের আবেদনে গত ১ অক্টোবর সাবেক এই মামলা ও তার স্ত্রীর দেশত্যাগেও নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। পরদিন সিরাজগঞ্জের কামারখন্দে কৃষকদের জমির ফসল নষ্টের অভিযোগে একটি মামলা হয়েছে।
অপরদিকে কৃষিমন্ত্রী আব্দুস শহীদের বিরুদ্ধে ৭ কোটি ৭২ লাখ ৭৯ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তার ১৮টি ব্যাংক হিসাবে ২৬ কোটি ৯৩ লাখ ৯০ হাজার টাকার লেনদেনের তথ্য রয়েছে। শহীদের স্ত্রী উম্মে কুলসুমের বিরুদ্ধেও ৩৯ লাখ ২২ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ওঠার পর তার সম্পদ বিবরণী তলব করে দুদক।
গত বছরের ৩০ অক্টোবর আব্দুস শহীদকে গ্রেপ্তার করে পুলিশ। আওয়ামী লীগ সরকার পতনের পর তার বিরুদ্ধে ৩টি হত্যা মামলা রয়েছে।
আরও পড়ুন
কোন কোন সবজিতে মেলে ভিটামিন ডি?
সাংবাদিক ও গণমাধ্যমের সুরক্ষা নিশ্চিত করা হবে –রংপুরে গণমাধ্যম সংস্কার কমিশন প্রধান কামাল আহমেদ
এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ