Sunday, October 26th, 2025, 5:26 pm

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে জামিন দিতে হাইকোর্টের রুল

 

হাইকোর্ট রবিবার (২৬ অক্টোবর) সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে কেনো জামিন দেওয়া হবে না তা জানতে দুই সপ্তাহের মধ্যে সরকারের কাছে রুল জারি করেছে। বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই রুল দেন।

রুলে হাইকোর্ট জানতে চেয়েছে, গণঅভ্যুত্থানে যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলাসহ খায়রুল হকের বিরুদ্ধে দায়েরকৃত মোট পাঁচটি মামলায় কেনো তাকে জামিন দেওয়া হবে না।

খায়রুল হকের পক্ষে আদালতে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী। রাষ্ট্রপক্ষের হয়ে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান এবং দুদকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন।

এর আগে, খায়রুল হক হাইকোর্টে পাঁচটি মামলায় জামিন আবেদন করেন। এর মধ্যে একটি মামলা দুদক দায়ের করেছে মিথ্যা হলফনামা দেওয়ার অভিযোগে।

গত ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে ঢাকার যাত্রাবাড়ীতে জুলাই আন্দোলনের সময় নিহত যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায়ও গ্রেফতার দেখানো হয়। এছাড়াও, বেআইনি রায় দেওয়া ও জাল রায় তৈরির অভিযোগে নারায়ণগঞ্জের একটি মামলায় খায়রুল হককে গ্রেফতার দেখানো হয়েছে।

এনএনবাংলা/