সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশীসহ সাতজনের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার (১৬ নভেম্বর) দুদকের করা পৃথক সাতটি আবেদনের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক শিহাবুল ইসলাম এ আদেশ দেন।
যাদের আয়কর সংক্রান্ত নথি জব্দের নির্দেশ দেওয়া হয়েছে তারা হলেন—
- সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক
- সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী
- সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম
- সাবেক দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান
- কুমিল্লা-১১ আসনের সাবেক এমপি মজিবুল হক
- পাবনা-৫ আসনের সাবেক এমপি গোলাম ফারুক খন্দকার প্রিন্স
- টিপু মুনশীর স্ত্রী আইরিন মালবিকা মুনশী
আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন জানান, দুদকের সহকারী পরিচালক পাপন কুমার সাহা এই সাতজনের আয়কর নথি জব্দের আবেদন করেছিলেন, যা আদালত মঞ্জুর করেছেন।
এনএনবাংলা/

আরও পড়ুন
ঢাকাসহ চার জেলায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বিজিবি মোতায়েন
ডেঙ্গুতে আজও ৫ জনের মৃত্যু হয়েছে
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,১৩৯