December 26, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, December 11th, 2024, 9:07 pm

সাবেক বিমান প্রতিমন্ত্রীর জামিন স্থগিত চেয়ে আবেদন

নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর মিরপুর থানার সিয়াম সরদার (১৭) হত্যা মামলায় সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করা হয়েছে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়। এ বিষয়ে আগামীকাল বৃহস্পতিবার আপিল বিভাগের চেম্বার জজ আদালতে শুনানি হতে পারে।

বুধবার (১১ ডিসেম্বর) ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. জহিরুল ইসলাম সুমন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এর আগে, গত রোববার (৮ ডিসেম্বর) সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীর জামিন মঞ্জুর করে আদেশ দেন বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি একেএম জহিরুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ।

এ মামলায় গত ১৫ সেপ্টেম্বর রাজধানীর সেগুনবাগিচা থেকে মাহবুব আলীকে গ্রেফতার করে ডিবি পুলিশের একটি দল। পরে তিনি হাইকোর্টে জামিন আবেদন করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, সিয়াম সরদার মিরপুরের একটি হোটেলে চাকরি করতেন। গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ডিউটি শেষে বাসায় ফেরার পথে মিরপুর-১০ নম্বরে গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় গত ৪ সেপ্টেম্বর তার বাবা সোহাগ সরদার বাদী হয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মিরপুর থানাকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ১১৪ জনকে আসামি করা হয়।