দুর্নীতি দমন কমিশন (দুদক) আওয়ামী লীগ নেতা ও সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এবং তার স্ত্রী রুকমিলা জামানের বিরুদ্ধে ইন্টারপোলের ‘রেড নোটিশ’ জারির আবেদন করেছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) চট্টগ্রাম মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আবদুর রহমানের আদালতে এ আবেদন দাখিল করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোকাররম হোসাইন।
তিনি জানান, সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন আদালতে উপস্থাপন করা হয়েছে। আদালত আবেদনটির শুনানির তারিখ আগামী ২১ সেপ্টেম্বর নির্ধারণ করেছেন।
প্রায় ১২৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী, তার স্ত্রী ও ইউসিবি ব্যাংকের সাবেক চেয়ারম্যান রুকমিলা জামানসহ অর্ধশতাধিক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের তদন্ত চলছে। ইতোমধ্যে তাদের নামে বিদেশে বিপুল সম্পদ জব্দের আদেশ দিয়েছে আদালত। এর মধ্যে যুক্তরাজ্যে ৩৪৩টি, সংযুক্ত আরব আমিরাতে ২২৮টি এবং যুক্তরাষ্ট্রে ৯টি বাড়ি, অ্যাপার্টমেন্ট ও জমি রয়েছে।
এছাড়া, চলতি বছরের ৫ মার্চ আদালতের অপর এক আদেশে সাইফুজ্জামান ও তার পরিবারের ৩৯টি ব্যাংক হিসাব ফ্রিজ (অবরুদ্ধ) করা হয়। এসব হিসাবে মোট ৫ কোটি ২৬ লাখ ৮৩ হাজার টাকা জমা রয়েছে। একই সঙ্গে আদালত তাদের ১০২ কোটি টাকার শেয়ার এবং ৯৫৭ বিঘা জমি জব্দের নির্দেশ দেন।
এনএনবাংলা/

আরও পড়ুন
টকশোতে কথার ফুলঝুড়ি: রুমিন ফারহানাকে ধানের শীষের যোগ্য মনে করেনি বিএনপি
খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী
জলবায়ু অর্থায়নের ৮৯১ প্রকল্পে ২ হাজার কোটি টাকার দুর্নীতি: টিআইবি