October 9, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, September 24th, 2025, 2:26 pm

সাবেক মন্ত্রী কামরুল ইসলাম ৫ দিনের রিমান্ডে

রাজধানীর শাহবাগে ঝুট ব্যবসায়ী মো. মনির হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (২৪ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদেকুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন।

সেদিন মামলার তদন্তকারী কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মাইনুল ইসলাম খান পুলক আদালতে কামরুল ইসলামকে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষে রিমান্ডের পক্ষে শুনানি করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মুহাম্মদ শামসুদ্দোহা সুমন। অপরদিকে আসামিপক্ষের আইনজীবী আফতাব আহমেদ রিমান্ড বাতিল করে জামিন চেয়ে আবেদন জানান। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেন।

উল্লেখ্য, গত বছরের ১৮ নভেম্বর রাতে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর থেকে কামরুল ইসলামকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর তিনি একাধিক দফা রিমান্ডে থাকেন এবং বর্তমানে কারাগারে আছেন।

মামলার এজাহার থেকে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত বছরের ৫ আগস্ট দুপুরে শাহবাগ থানার চাঁনখারপুল এলাকায় আন্দোলনে অংশ নেন ক্ষুদ্র ঝুট ব্যবসায়ী মো. মনির। এসময় আসামিদের ছোড়া গুলিতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। পরে নিহতের স্ত্রী রোজিনা আক্তার ১৪ মার্চ শাহবাগ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৩৫১ জনকে নামীয় আসামি এবং আরও ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। এ মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ৭ নম্বর এজাহারনামীয় আসামি।

 

এনএনবাংলা/