August 5, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, August 3rd, 2025, 5:46 pm

সাবেক মন্ত্রী বাহাদুরের ১১ কোটি টাকার অবৈধ সম্পদ, সন্দেহভাজন লেনদেন ৭৪ কোটি

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী বীর বাহাদুর/ ছবি: সংগৃহীত

 

প্রায় সাড়ে ১১ কোটি টাকার অবৈধ সম্পদ ও ৭৪ কোটি টাকার সন্দেহভাজন লেনদেনের অভিযোগে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং এবং তার স্ত্রীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (৩ আগস্ট) মামলা দুটি দায়ের করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রথম মামলায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ও বান্দরবান-আসনের সাবেক সংসদ সদস্য বীর বাহাদুর উ শৈ সিং- এর নামে থাকা ১৩টি ব্যাংক হিসাবে ৩২ কোটি ১৬ লাখ ৫৮ হাজার ৪০২ টাকা জমা এবং ২৬ কোটি ২৪ লাখ ২৫ হাজার ১০৫ টাকা উত্তোলনসহ মোট ৫৮ কোটি ৪০ লাখ ৮৩ হাজার ৫০৭ টাকার সন্দেহভাজন লেনদেনের অভিযোগ আনা হয়েছে।

একইসঙ্গে তার নামে ৯ লাখ ১৭ লাখ ৮৬ হাজার ৪৬৪ টাকা মূল্যের অবৈধ সম্পদের মালিকানাও পাওয়া গেছে।

দ্বিতীয় মামলায় বীর বাহাদুরের স্ত্রী মে হ্লা প্রূ-এর বিরুদ্ধেও প্রায় ১৫ কোটি ৫৮ লাখ ৮১ হাজার ১৮৪ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ পাওয়া গেছে।

তার নামে থাকা ৬টি ব্যাংক হিসাবে ৯ কোটি ৩০ লাখ ৭২ হাজার ২৩ টাকা জমা এবং ৬ কোটি ২৮ লাখ ৯ হাজার ১৬১ টাকা উত্তোলন হয়েছে বলে দুদকের অনুসন্ধানে বেরিয়ে এসেছে।

তার নামে ৩ কোটি ৩৫ লাখ ৯৪ হাজার ৭৪ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের খোঁজ পাওয়া গেছে, যা দুদকের অনুসন্ধানে অসামঞ্জস্যপূর্ণ বলে বিবেচিত হয়েছে। এই মামলায় স্বামী বীর বাহাদুরকে সহযোগী আসামি করা হয়েছে।

তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারা এবং দণ্ডবিধি ১০৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

এনএনবাংলা/আরএম