জয়পুরহাট প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক মন্ত্রী মরহুম আব্দুল আলিমের ১১ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) বিকেলে শহরের ধনমন্ডি এলাকায় পৌর কমাউনিটি সেন্টারে জেলা নাগরিক কমিটির ব্যানারে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।
জেলা বিএনপির সাবেক সভাপতি মমতাজ উদ্দিন মন্ডলেররসভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, বিএনপির ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, প্রধান বক্তা ছিলেন, সাবেক হুইপ আবু ইউসুফ মোহাম্মদ খলিলুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপির রাজশাহী বিভাগে দায়িত্বপ্রাপ্ত সহ-সাংগঠনিক সম্পাদক এইচএম ওবায়দুর রহমান চন্দন, মরহুমের জেষ্ঠ্য ছেলে ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সাল আলিম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল মতিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ ওয়াহাব, শহর বিএনপির সাবেক আহ্বায়ক মতিয়র রহমান, সদর থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হেনা কবীর, জেলা ও দায়রা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শাহিনুর রহমান শাহিন প্রমুখ।
সভায় বক্তারা মরহুম আব্দুল আলিমের রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক স্মরণ করেন এবং তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন।
এস এম শফিকুল ইসলাম
জয়পুরহাট।
আরও পড়ুন
জমকালো আয়োজন নর্থ ইষ্ট মেডিকেল কলেজ ডে পালিত
সিলেটের ‘সাদা পাথর’ লুটপাট: সিআইডি অনুসন্ধান শুরু, ৫০ জনের সংশ্লিষ্টতা যাচাই
জয়পুরহাটে রেলের সম্পত্তির উপর গড়ে তোলা অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান