November 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, November 12th, 2025, 6:26 pm

সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসায় পুলিশের অভিযানে আটক ৭

 

সাবেক শিক্ষামন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসভবনে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় সাতজনকে আটক করা হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) বিকেলে নগরের ২ নম্বর গেট এলাকার চশমা হিলের বাসায় এ অভিযান পরিচালনা করে পাঁচলাইশ থানা পুলিশ।

পুলিশ জানায়, আগামীকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচিতে অংশ নিতে কয়েকজন সেখানে জড়ো হচ্ছেন— এমন একটি ফেসবুক পোস্টের সূত্রে অভিযান চালানো হয়।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, “আমরা একটি ফেসবুক পোস্ট পেয়েছিলাম যেখানে বলা হয় ১৩ নভেম্বরের কর্মসূচি ঘিরে নওফেলের বাসায় কিছু লোক জড়ো হচ্ছেন। তথ্য ছিল, বাইরে থেকে তাদের জন্য খাবারও আসছে। তবে আমরা সে ধরনের কিছু পাইনি। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।”

উল্লেখ্য, মহিবুল হাসান চৌধুরী নওফেল চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র প্রয়াত এ বি এম মহিউদ্দিন চৌধুরীর বড় ছেলে।

এনএনবাংলা/