অনলাইন ডেস্ক :
সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রবিবার রাত ১১টার দিকে বেইলি রোডের নওরাটন কলোনি থেকে তাকে গ্রেপ্তার হয়।
আসাদুজ্জামান নূরকে মিরপুর থানায় দায়ের করা মামলার আসামি করা হয়েছে।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর ২০০১ সাল থেকে সংসদে আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করছেন। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি নীলফামারী-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৩ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের পর ২০১৪ সালের ১২ জানুয়ারি নূর সংস্কৃতি প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।
আরও পড়ুন
মুজিবুল হকের স্ত্রী রিক্তার জমি-ফ্ল্যাট জব্দ, ব্যাংক হিসাবও অবরুদ্ধ
বিদেশ যাওয়ার জন্য আদালতে বসুন্ধরা চেয়ারম্যান, দুদকের নিষেধাজ্ঞা তুলে নিতে আবেদন
এনসিপির দাবির মধ্যেই ‘শাপলা’ প্রতীক চায় বাংলাদেশ কংগ্রেস