মাসুম বিল্লাহ ইমরান, খুলনা:
খুলনা সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র-১ ও সাবেক সেনা প্রধানের বড় ভাই এস এম রফিউদ্দিন আহমেদ রফিককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে নগরীর পূর্ব বানিয়াখামার এলাকা মেইন রোড থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। তিনি কেসিসি ২৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ছিলেন। তাকে খালিশপুর থানায় দায়ের হওয়া নাশকতা মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা মহানগর গোয়েন্দা শাখার উপ-পুলিশ কমিশনার মো: তাজুল ইসলাম।
তিনি বলেন, সাবেক প্যানেল মেয়র এস এম রফিউদ্দিন রফিক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা গণহত্যা মামলায় অভিযুক্ত রয়েছেন। তাছাড়া তার বিরুদ্ধে খুলনার খালিশপুর থানায় দু’টি নাশকতা মামলা রয়েছে, যার নং ১০ ও ১১। মামলা দু’টি এ বছরের ৩০ আগস্ট খালিশপুর থানায় দায়ের করা হয়। ওই মামলার একটিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তিনি আমাদের হেফাজতে রয়েছেন।
আরও পড়ুন
সাংবাদিকদের সাথে রংপুর পুলিশ সুপারের মতবিনিময়
আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় কনস্টেবল মুকুল কারাগারে
শীতে শিশুদের সুস্থ রাখবে যেসব খাবার