April 16, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, April 16th, 2025, 11:04 am

সাবেক হুইপ পঞ্চাননের বিরুদ্ধে দুদকের মামলা

মাসুম বিল্লাহ ইমরান, খুলনা: জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক হুইপ ও খুলনা-১ সাবেক সংসদ সদস্য পঞ্চানন বিশ্বাসের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১৫ এপ্রিল) দুদকের সহকারী পরিচালক জাহিদ ফজল বাদী হয়ে সমন্বিত জেলা কার্যালয় খুলনায় মামলাটিদায়ের করেন। এ মামলায় তার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত ১ কোটি ৬ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, পঞ্চানন বিশ্বাস খুলনা-১ আসনের সংসদ সদস্য ও হুইপ হিসাবে পাবলিক সার্ভেন্ট থাকা অবস্থায় অসাধু উপায়ে নিজ নামে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ১ কোটি ৬ লাখ ৭১ হাজার ৪১৪ টাকার সম্পদ নিজ মালিকানা ও ভোগ দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, খুলনা মামলা নম্বর: ০৭, তারিখ: ১৫ এপ্রিল ২০২৫। ঘটনার বিবরণে জানাযায়, অনুসন্ধানকালে প্রাপ্ত রেকর্ডপত্র ও তথ্যাদি পর্যালোচনায় পঞ্চানন বিশ্বাস এর নামে ৪৯ লাখ ২৪ হাজার ৫৯০ টাকার স্থাবর ও ২ কোটি ৫১ লাখ ২২ হাজার ৫৭২ টাকার অস্থাবরসহ মোট ৩ কোটি ৪৭ হাজার ১৬২ টাকা মূল্যের সম্পদ পাওয়া যায়। এ সময় তার গ্রহণযোগ্য আয়ের উৎস হতে আয় যায় ৩ কোটি ৩৫ লাখ ৫৭ হাজার ৯১৭ টাকা এবং পারিবারিক ও অন্যান্য খাতে ব্যয় পাওয়া যায় ১ কোটি ৪১ লাখ ৮২ হাজার ১৬৯।

অর্থাৎ ব্যয় বাদে তার নীট আয়/সঞ্চয়ের পরিমাণ ১ কোটি ৯৩ লাখ ৭৫ হাজার ৭৪৮ টাকা। সে মোতাবেক পঞ্চানন বিশ্বাস এর জ্ঞাত আয়ের সাথে অসংগতিপূর্ণ সম্পদের পরিমাণ ১ কোটি ৬ লাখ ৭১ হাজার ৪১৪ টাকা। পঞ্চানন বিশ্বাস খুলনা-০১ আসনের প্রাক্তন সংসদ সদস্য ও প্রাক্তন হুইপ হিসাবে পাবলিক সার্ভেন্ট থাকা অবস্থায় অসাধু উপায়ে নিজ নামে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ১ কোটি ৬ লাখ ৭১ হাজার ৪১৪ টাকার সম্পদ অর্জন পূর্বক নিজ মালিকানা ও ভোগ দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় আসামির বিরুদ্ধে উক্ত ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।