জয়পুরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও তার স্ত্রী মেহবুবা আলমের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। এছাড়া তাদের সম্পদ ক্রোক ও বিনিয়োগও ফ্রিজ করা হয়েছে।
দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার (১৭ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা সহকারী পরিচালক তানজির আহমেদ বলেন, স্বপনের ২৮টি ব্যাংক হিসাব ও ৩২ কোম্পানির ২ লাখ ২১ হাজার ৫৬৪ শেয়ার ফ্রিজ করা হয়েছে। একইসঙ্গে তার ২ কোটি ৮০ লাখ টাকা মূল্যের ৩০৭ শতাংশ জমি, একটি ফ্ল্যাট ও একটি প্লট ক্রোকের আদেশ দিয়েছেন আদালত।
তার স্ত্রী মেহেবুবা আলমের নামে নরসিংদীতে থাকা ২ কোটি ২৮ লাখ ৭৮ হাজার ১৯০ টাকার জমি ক্রোক আদেশ দেওয়া হয়েছে। এর মধ্যে জয়পুরহাটে দুই তলা বিশিষ্ট বাড়ি, গুলশানে একটি ফ্ল্যাট ও ২৪৪ শতাংশ জমি রয়েছে। পাশাপাশি ২৩টি কোম্পানিতে বিনিয়োগ করা ৭৭ লাখ ৮৭ হাজার টাকা মূল্যের অস্থাবর সম্পদ ফ্রিজ করা হয়েছে।
এ ছাড়া তাদের মেয়ে নুযায়মা মাহমুদের সাত কোম্পানির ১৪ হাজার ৯৭২ শেয়ার ফ্রিজ করার আদেশ দিয়েছেন আদালত।
সাবেক এই এমপির বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত ১ কোটি ২৬ লাখ ৫৮ হাজার ৮৫০ টাকার সম্পদ অর্জন ও ভোগ দখলের অভিযোগে দুদকে মামলা হয়েছে। দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক আল আমিন তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদনে বলেন, স্বপন নিজ, যৌথ ও প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ব্যাংকে পরিচালিত ২৮টি হিসাবে ৩২৬ কোটি ৭২ লাখ ১১ হাজার ৬৭৭ টাকা জমা ও ৩২৬ কোটি ৪৪ লাখ ৭৯ হাজার ২৯৩ টাকা উত্তোলন করেছেন, যা অস্বাভাবিক ও সন্দেহজনক। এই অর্থ হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করা হয়েছে। স্বপন ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ প্রয়োজন।
আরও পড়ুন
পাঁচ ইসলামী ব্যাংক একীভূতকরণে নীতিগত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ
দেশি-বিদেশি চক্রান্ত রুখে সার্বভৌমত্ব রক্ষার আহ্বান তারেক রহমানের
কেউ কিছু জানে না, এমনও অনেক মিটিং হচ্ছে: আমীর খসরু