অবৈধ সম্পদ অর্জন ও ব্যাংকে বিপুল পরিমাণ অর্থের সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের নেতা সাবের হোসেন চৌধুরী এবং তার স্ত্রী রেহানা চৌধুরীর বিরুদ্ধে দুটি পৃথক মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. সাইদুজ্জামান বাদী হয়ে কমিশনের ঢাকা-১ সমন্বিত জেলা কার্যালয়ে মামলা দুটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।
দুদক সূত্রে জানা গেছে, সাবের হোসেন চৌধুরী জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১২ কোটি ২৫ লাখ টাকার সম্পদ অর্জন করে ভোগদখলে রেখেছেন। এছাড়া ১৯৮৯ থেকে ২০২৫ সাল পর্যন্ত তার নামে থাকা ২১টি ব্যাংক হিসাবের মাধ্যমে ১২৪ কোটি ৬১ লাখ টাকার সন্দেহজনক ও অস্বাভাবিক আর্থিক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে।
এই অভিযোগে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা, এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারা অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।
অন্যদিকে, তার স্ত্রী রেহানা চৌধুরীর বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ২৬ কোটি ৯৭ লাখ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। ১৯৯৯ থেকে ২০২৫ সাল পর্যন্ত তার নামে থাকা তিনটি ব্যাংক হিসাবের মাধ্যমে ১৫০ কোটি ৮৮ লাখ টাকার সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেনের তথ্যও পেয়েছে দুদক।
দুদকের কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিক অনুসন্ধানে অভিযোগের যথেষ্ট ভিত্তি পাওয়ায় আইনানুগ ব্যবস্থা হিসেবে মামলা দুটির অনুমোদন দেওয়া হয়েছে।
এনএনবাংলা/
আরও পড়ুন
প্রায় অর্ধেক পরীক্ষার্থীই এবার উচ্চমাধ্যমিকে অকৃতকার্য!
অন্তর্বর্তীকালীন সরকার দুর্বল, পেছনে কোনো লোক নেই: মির্জা ফখরুল
এস আলম গ্রুপের চেয়ারম্যানসহ ৩৪ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট